শিহাব সুমন

শিহাব সুমন

শিহাব সুমন সংক্ষেপে শি.সু এর জন্ম ১৫-ই মার্চ ১৯৮৯ সালে বৃহত্তর ময়মনসিংহ বিভাগে জামালপুর সদর উপজেলার অন্তর্গত ১০ নং শ্রীপুর ইউনিয়নের অধীন দড়িপাড়া গ্রামে। পিতা আব্দুল জালেক কৃষিজীবী, মাতা কমলা বেগম। ২০০৬ সালে দড়িপাড়া রামকৃষ্ণ পুর উচ্চ বিদ্যালয় থেকে SSC পাশ করেন GPA ৩.১৯। ২০০৯ সালে তুলশীপুর মহাবিদ্যালয় থেকে HSC পাশ করেন GPA ৪.০০। ২০১২ সালে সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে B.A প্রথম বিভাগ অর্জন করেন। কবিতা রচনা করা তার শখ। ২০১৭ সাল থেকে লেখালিখি করে যাচ্ছেন। ইতোমধ্যে United Kingdom London বাংলা সাহিত্য পরিষদ ইউকে থেকে 'প্রতিদান' কবিতা প্রকাশিত হয়েছে এবং সম্মাননা স্মারক ক্রেস্ট পুরুষ্কার অর্জন করেছেন United States of America New York প্রবাসী এক কবির তত্ত্বাবধানে 'উত্তরণ লেখক ফোরাম' থেকে 'এক ফোঁটা অশ্রু জল' কবিতা প্রকাশিত হয়েছে
এবং সম্মাননাও পেয়েছেন।

শিহাব সুমন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon